ভ্রমণ মানে আমার কাছে জীবনে বাঁচার অঙ্গীকার, ভ্রমণ মানে নতুন জায়গার বিশ্লেষণ, তাকে নিয়ে মূল্যায়ন, ভ্রমণ মানে এ বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র জায়গায় পদার্পণ৷ সাগরকণ্যা কুয়াকাটা বাংলাদেশ-সহ পৃথিবীর সকল পর্যটকের কাছে অনন্য নাম। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতটি কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের সর্বদক্ষিণে অবস্থিত। সমুদ্রের বুকে চর জেগে এ সৈকত হয়েছে। ‘কুয়া’ শব্দটি এসেছে ‘কুপ’ থেকে। ১৮ শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কুপ খনন করেছিলেনে, সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা।কুয়াকাটা এখন পর্যটন নগরী হিসাবে সমস্ত বিশ্বে পরিচিত তারই পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে একটি তীর্থস্থান। নভেম্বরের রাস মেলায় হিন্দুসম্প্রদায়ের কৃষ্ণভক্তরা হাজির হয়। তেমনি মাঘী পূর্ণিমায় আয়োজন করা পবিত্র স্নান। এসময় দেশি বিদেশি লক্ষ লক্ষ পূণ্যার্থীরা আসেন।নৈসর্গিক সৌন্দর্যের এক মোহময় লীলাভূমির নাম কুয়াকাটা। সরকার এই পর্যটন নগরীকে আধুনিক সুযোগ সুবিধা দেয়ার লক্ষ্যে কুয়াকাটাকে পৌরসভা হিসাবে ঘোষণা করা হয়। কুয়াকাটার খ্যাতনামা কুয়া যা ছিল এক সময়ের মিষ্টি পানির একমাত্র ব্যবস্থা তা এখন ঐতিহ্যের অংশ।
একদিন কুয়াকাটায়
Written by: বস্তা
Published: November 10, 2024
ভ্রমণ মানে আমার কাছে জীবনে বাঁচার অঙ্গীকার, ভ্রমণ মানে নতুন জায়গার বিশ্লেষণ, তাকে নিয়ে মূল্যায়ন, ভ্রমণ মানে এ বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র জায়গায় পদার্পণ৷ সাগরকণ্যা কুয়াকাটা বাংলাদেশ-সহ পৃথিবীর সকল পর্যটকের কাছে অনন্য নাম। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে…
0 Comments
0 Comments